প্রশাসনিক কাঠামো – করেরহাট ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত।

 

আয়তন – ১৫৮.৪১ বর্গকিমি (৬১.১৬ বর্গমাইল)।

চ্চেয়ারম্যান – এনায়েত হোসেন নয়ন

জনসংখ্যা – ২০১১ আদমশূমারী রিপোর্ট

অনুযায়ী করেরহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৭৩ জন এবং মহিলা ১৮,২৯৪ জন। মোট পরিবার ৭,৩৬২টি।

শিক্ষার হার শিক্ষা প্রতিষ্ঠান – ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী করেরহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৮%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়

১.অলিনগর লায়লা বেগম উচ্চ বিদ্যালয়।

২.করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়।

৩.হাবিলদার বাসা আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা

১.গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা।

২.চিশতিয়া বজল আহমদ ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

৩.হাবিলদার বাসা রশিদিয়া মাদ্রাসা।

প্রাথমিক বিদ্যালয়

১.করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২.কয়লা শহীদ জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩.ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪.জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫.দক্ষিণ অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬.পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৭.পশ্চিম অলিনগর বি এম কে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮.পশ্চিম অলিনগর মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯.পশ্চিম জোয়ারা রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১০.পশ্চিম জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১১.বর্দ্দ গেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১২.হাবিলদার বাসা রাম সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কিন্ডারগার্টেন

১.করেরহাট এন বি শিশু একাডেমি।

২.হাবিলদার বাসা ইউনাইটেড একাডেমি।

ধর্মীয় উপাসনালয়

করেরহাট ইউনিয়নে ২২টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১টি মন্দির রয়েছে।

খাল নদী

করেরহাট ইউনিয়নের উত্তর সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে ফেনী নদী।

হাটবাজার

করেরহাট ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল করেরহাট বাজার, কয়লা বাজার এবং লিচুতলা বাজার।

দর্শনীয় স্থান

করেরহাট ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে –

করেরহাট বনবীট ও রেস্ট হাউজ

রিজার্ভ ফরেস্ট অফিস

বিশিষ্ট ব্যক্তি

১.হাজী হাসমত উল্ল্যাহ চৌধুরী- সাবেক ইউনিয়ন বোর্ড প্রসিডেন্ট (১৯১৯)।

২.আব্দুল গনি চৌধুরী- সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক প্রধান শিক্ষক করের হাট উচ্চ বিদ্যালয়, সমাজ সেবক ও দানবীর।

৩.এটিএম ইসমাঈল –– বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান।

৪.ওবায়দুল হক খোন্দকার –– বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ।

৫.মোজাহার উল্লাহ –– বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।

৬.হেড়ম্ব বল –– চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্যসেনের সহযোগী।

জনপ্রতিনিধি

ক্রম নং.           চেয়ারম্যানের নাম         সময়কাল

০১            কুমুদীনি কান্ত মজুমদার (সভাপতি)      স্বাধীনতার পূর্বে

০২       আব্দুল গণি চৌধুরী        স্বাধীনতার পূর্বে

০৩         রফিক আহমদ প্রকাশ ছুট্টু মিয়া

স্বাধীনতার পূর্বে

০৪         এটিএম ইসমাঈল প্রকাশ মিণ্টু মিয়া

১৯৭২-১৯৯৭

০৫         আবু ছালেক কোম্পানি           ১৯৯৭-২০০৩

০৬         দেলোয়ার হোসেন       ২০০৩-২০১৬

০৭         এনায়েত হোসেন নয়ন   ২০১৬-বর্তমান