প্রশাসনিক কাঠামো

ইছাখালী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল-

জয়নগর

উত্তর ভূমি গ্রাম

দেওখালী

সাহেব্দী নগর

মুন্সি গ্রাম

হাফিজ গ্রাম

জমাদার গ্রাম

নন্দীগ্রাম

বহদ্দার গ্রাম

দক্ষিণ ভূমি গ্রাম

চুনিমিঝির টেক

লুদ্দাখালী

হাসনাবাদ

ইসলামপুর

চরশরত

পূর্ব ইছাখালী

উত্তর কাজী গ্রাম

মিজি গ্রাম

ফকিরের তালুক

দক্ষিণ কাজী গ্রাম

রাঘবপুর

 

আয়তন

ইছাখালী ইউনিয়নের আয়তন ১৫,৭৫৪ একর (৬৩.৭৫ বর্গ কিলোমিটার)।

 

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইছাখালী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১২,৭৯২ জন এবং মহিলা ১৫,১৮৮ জন। মোট পরিবার ৫,২০৫টি।

 

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইছাখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৭%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

 

শিক্ষা প্রতিষ্ঠান

 

মাদ্রাসা

মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

আবুরহাট রহমানিয়া দাখিল মাদ্রাসা

ঝুলনপোল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা

 

মাধ্যমিক বিদ্যালয়

আবুরহাট উচ্চ বিদ্যালয়

ছইদুল হক উচ্চ বিদ্যালয়

ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়

 

প্রাথমিক বিদ্যালয়

আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইছাখালী কাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

চরশরত এন এম সরকারি প্রাথমিক বিদ্যালয়

চরশরত সরকারি প্রাথমিক বিদ্যালয়

চুনি মিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঝুলনপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেওখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

পশ্চিম ইছাখালী সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পশ্চিম ইছাখালী সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পূর্ব ইছাখালী অলি খাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়

বেচুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাঘন বিবি ফ্রি প্রাথমিক বিদ্যালয়

সাহেব্দীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

কিন্ডারগার্টেন

আইডিয়াল ইসলামিক কিন্ডারগার্টেন

ডা. মোস্তফা স্বপ্না একাডেমী

রাফিয়া খাতুন শিশু কানন

হলি কিন্ডারগার্টেন

 

যোগাযোগ ব্যবস্থা

ইছাখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়ক হল মীরসরাই-ইছাখালী সড়ক এবং জোরারগঞ্জ-ইছাখালী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

 

খাল ও নদী

ইছাখালী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এছাড়াও রয়েছে ইছাখালী খাল।

 

হাট-বাজার

ইছাখালী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল:

 

আবুরহাট

ঝুলনপোল বাজার

মাদবার হাট

টেকের হাট

শাহাজি বাজার

বাংগণি বাজার

 

কৃতি ব্যক্তিত্ব

আহমেদুর রহমান আজমী –– ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ।

সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ –– ইসলামী গবেষণায় অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত।

 

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল মোস্তফা।

 

চেয়ারম্যানগণের তালিকা

ক্রম নং.           চেয়ারম্যানের নাম         সময়কাল

০১        মোহাম্মদ খুরশিদ আলম আজাদ

০২       মোহাম্মদ শামসুল আলম

০৩       এডভোকেট মোহাম্মদ সলিম উল্লাহ

০৪       মোহাম্মদ আবু ইউছুফ

০৫       মৌলানা মোহাম্মদ আবু তাহের

২০০৩-২০১১

 

০৬       মোহাম্মদ নুরুল আবছার           ২০১১-২০১৬

০৭       মোহাম্মদ নুরুল মোস্তফা             ২০১৬-বর্তমান